নয়নতারা
তোমার নয়নের বিশ্বাসভূমে
নিরন্তর হেঁটে চলি
এক আদিম কৃষক আমি
যে পথে চলি অবিশ্রান্ত
সে পথ কি সত্যি কোথাও যায়?
নিয়ম ভাঙ্গার এই খেলায়
নিয়মের বেড়াজাল
খুব করে আঁকড়ে রাখে আমাকে
ইচ্ছেগুলো গুমরে গুমরে কাঁদে
তবে কি না পাওয়ার মাঝে
কোনোই পাওয়া নেই?