প্রশান্ত পূর্ণিমা
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ইমন হোসেন মিলন
আমার তৃষ্ণার্ত বুকে, তোমার মায়াবী হাসি-
ঝর্নার সুশীতল জলের মতো গড়িয়ে পড়ছে!
বাগানের প্রথম গোলাপ, হৃদয়ে যতটা আনন্দ ছড়ায়,
তোমার সৌন্দর্যের সৌরভে ততটাই মুগ্ধ আমার পৃথিবী।
তুমি আজ বাঁধভাঙা নদীর মতো,
অহর্নিশি আমার অন্তর আত্মায় তুলছ জোয়ার।
আমি ডুবে যাই তোমার চোখের অনন্ত অর্ণবে,
সীমাহীন মায়ার স্নিগ্ধ সাগরে।
বিধ্বস্ত ভুবনের আঁধারে,
তুমি এক প্রশান্ত পূর্ণিমার চাঁদ,
অস্তিত্বের আপাদমস্তক আজ উদ্ভাসিত,
তোমার মাদকতাময় রূপের জ্যোৎস্নায়!
তোমার একেকটি সংলাপ,
ভেঙে দেয় নীরবতার একেকটি দেয়াল;
তোমার অনুপম ছোঁয়ায়,
নির্বাসন ভেঙে ফিরে আসে কলেস্নালময় বসন্ত!
সহস্র ফুলের সমাহার নিয়ে,
হেসে উঠে আমার সমস্ত পৃথিবী!
তুমি পাশে থাকলেই,
রক্তজবার মতো রঙিন হয়ে ওঠে মন-প্রাণ;
বর্ণিল প্রজাপতির মতো,
হৃদয় কুঞ্জে ছড়িয়ে দাও ঝিলমিলে প্রেম।
তুমি পাশে আসতেই, আমি হয়ে যাই,
পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ!