বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কেবল একা

রোমানুর রোমান
  ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কেবল একা

আমি একাকী, চলছি পথে পথে,

আমার হৃদয়ের গভীরে, একটি গল্প লুকিয়ে থাকে।

কখনো হাসি, কখনো চোখে জল,

যা কেউ কখনো বুঝতে পারে না, কেউ জানতে চায় না।

\হ

আমার কথা, আমার অনুভূতি,

একটা সুনসান নীরবতা থাকে,

এই পৃথিবী যে এত ব্যস্ত, কেউ বলে না

'কী বলো তুমি, বলো, কেমন আছো?'

আমার হৃদয়ে যে অস্থিরতা,

তার আড়ালে কিছুই চোখে পড়ে না।

আমার ব্যথা শুধু আমারই,

এটা কেউ ভাগ করে নেয়নি।

আমি কেবল চেয়েছি, কেউ বুঝুক আমাকে,

কিন্তু সবাই দূরে চলে যায়, আমি একা, কেবল একা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে