বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিজয়ের মাস

কাজল নিশি
  ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বিজয়ের মাস

লক্ষ শহিদের রক্তের বিনিময়ে-

এসেছিল বিজয়ের হাসি এই মাসে

পূর্ব দিগন্তে উঁকি দিয়েছিল রবি।

প্রাণ পেয়েছিল বৃক্ষ লতাপাতা এবং ফুলগুলো,

শিশুর মুখে ফুটেছিল, আধো আধো বুলি।

বাঙালির হাসিমাখা মুখ আর বিজয়ের সুর,

এমনই একটি মাসে হানাদার সব হয়েছিল দূর।

মুক্ত আকাশে মেলেছিল পাখি ডানা-

স্বাধীন বাংলার গান গাইতে ছিল না আর কোনো মানা।

ফুলে ফুলে ভ্রমর করেছিল খেলা

স্বাধীন ভূমিতে হয়েছিল মিলন মেলা ?

এই বিজয়ে নারীরও ছিল অমূল্য অবদান।

সম্ভ্রম হারিয়েছিল সহস্র নারী-

খালি হয়েছিল লক্ষ মায়ের বুক।

বোন হারিয়েছিল ভাই-

সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে