সেদিন বিশাল এক ক্ষোভের সঞ্চার ঘটেছিল
যেখানে মনের অস্থিরতা কেবল অজুহাত।
যন্ত্রণা লালন করে বেরিয়েছি এক বুক হাতাশা
নিয়ে, খুঁজে বেড়িয়েছি সান্ত্বনা দেওয়ার হাত।
চোখের জল ছুঁয়ে গিয়েছিল এক বিশাল সমুদ্রে
বিশাল ঢেউয়ের মাঝে ছন্দ পতন হয়েছিল।
শুনশান নীরবতা ক্রমাগত আমাকে গ্রাস করছে
হতাশার মাঝে যখন নিজেকে হারিয়েছি।
তখনো খুঁজেছি তোমাকে একদিন ফিরে আসবে
অভিমানের পাহাড় ভাঙন ধরাবে এক সময়।
সেদিন ইচ্ছে অনিচ্ছার ভিড়ে আমাকে তুমি খুঁজে
ঠিক হয়রান হয়ে, আবার চিঠি পাঠাবে তুমি।
যদি ভুল ঠিকানায় চিঠি না পৌঁছায় তোমার চিঠির
উত্তরে ভাবের উষ্ণতার নতুন মাত্রা যোগ হবে।
বিষাদময় স্মৃতি হারিয়ে যাবে সময়ের অন্তরালে
সুখের স্পর্শে সেদিন আমাকে খুঁজে পাবে।