স্বপ্ন দেখে এগিয়ে চলে জীবন

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ইলিয়াছ হোসেন
বারবার ফিরে আসে অনাকাঙ্ক্ষিত দুঃসময় মেঘে আচ্ছন্ন ভোরে যন্ত্রণায় কাতরায় মন বিষাদমাখা আঙিনায় খেলা করে দুঃখবোধ সমুদয় চাওয়া দুঃস্বপ্নের ঘেরাটোপে হয় আবদ্ধ অতঃপর ক্রমশ বাড়তে থাকে নির্বাক হতাশা। কখন আঁধার দূর হবে তা নেই তো জানা? সুখ যেন কেবলই বিমাতাসুলভ আচরণে মগ্ন প্রাপ্তিহীন অতিক্রান্ত গন্তব্য বড়োই কষ্টদায়ক তবু স্বপ্ন দেখে এগিয়ে চলে জীবন।