রাত শেষে আমি হব ভোরের সূর্য
তুমি হবে আমার বিলাসী আলো,
ঘুমন্ত পৃথিবীর সকল জড়তার অবসানে-
আমি তুমি হয়ে যাব দুরন্ত দুর্বার।
মাধবীর বনে আমি হব রাঙা সুবাসিত ফুল
তুমি হবে তাতে মাতাল গন্ধ পবন,
মধুকরের গুঞ্জনে মুখরিত চারিধার-
আমি তুমি ভুলে যাব নগর যন্ত্রণা।
সুনীল সাগর বুকে আমি হব চঞ্চল ঊর্মিমালা
তুমি হবে আমার জোয়ারের খেলার সাথী,
স্রোতের প্রলয়ে ভেসে যাক কষ্টের যত প্রহর-
দিন শেষে বালুকাবেলায় হবে যত ভালোবাসা।