বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

হেমন্তে উৎপাদনে

সেবু মোস্তাফিজ
  ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
হেমন্তে উৎপাদনে

পোয়াতি সকাল। সবুজ পাতার ফাঁকে কামুক চাষি

বিস্তীর্ণ ধানের শীষে মুক্ত রাশি রাশি।

গাভিন জমিন আড়াল, পিঠ জুড়ে সোনালি রোদ্দুর

হেমন্তে উৎপাদনে নবান্নে সুবাসে ভরপুর।

আক্ষেপহীন হতাশাহীন প্রত্যাশাহীন প্রাপ্তির সুখ

আঁতুড়ঘরে থরে থরে উলস্নাসিত ফসলের মুখ।

এক টুকরো এক চিলতে মায়াবী সূর্যের কিরণ

এমন নরম শীতে তোমার চোখে উষ্ণ আবরণ।

ভালোবেসে অবশেষে গৃহত্যাগী কিংবা ফেরারি

শীতার্ত মরুভূমি নিবিড় সংগমে প্রেমে উৎপাদনকারী।

রোদ্দুরও সুগন্ধী হেমন্তে রাজ্যময় কারবার

চুম্বনের ফেরিওয়ালা আলিঙ্গন বিনিময় উষ্ণতার।

এবার হেমন্তে আদিম সুরতে কোন এক পূর্ণিমায়

আবাদে মগ্ন হব প্রকৃতির প্রান্তরে কেবল দু'জনায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে