দুটি কবিতা

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

আবু হেনা মোস্তফা কামাল
একাল সেকাল সংসার রান্না সেরে বসে আছে, দেখছে ফোনের টিউবে রিল। খালি পেটে বসে বসে, গুনছি আমি নেটের বিল। এমন সময় যাচ্ছে এখন, বউয়েরা সব রাজরানি। চাইলে খাবার মুখের ওপর, শুনায় কথার ঢের বাণী! আগের কালে জন্ম হলে, দুঃখ এমন হতো না। দাদার দাদা তারও দাদা, ছিল সুখে কত না! গময়মতো খাবার পেত, পাইতো কত সেবা হায়। এখন এসব করলে আশা, বাপের বাড়ির পথে ধায় ডিম তেলানি পেস্নট এতক্ষণে রান্না হলো, ভুড়কা ভাতের পাক। এত রাতে কে খাবে আর? কাক কোকিলে খাক! সারা দিনের ভুখা আমি, সজনাতে চাই গোস্ত। সরষে বাঁটা দিও কিছু, একটু দিও পোস্ত! জিব্বাতে রস আসছে ভেবে, আদোতে নাই সেটা। গোস্ত কোথায়? পোস্ত কোথায়? ডিম তেলানি এটা! রাত জাগাটা বৃথাই হলো, থাকলো ভুখা পেট। এত রাতে খাইতে দিল, ডিম তেলানি পেস্নট!