বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

অস্বাভাবিক ছন্দ পতন

সোহরাব হোসেন
  ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
অস্বাভাবিক ছন্দ পতন

তোমাদের কথা মনে হয় না, তা কিন্তু নয়;

মনে হয় কতো গভীর ছিল নিরিবিলি চলাচল

মেঠোপথের দু'পাশে সাজানো বৃক্ষের মতোই

দক্ষিণা বাতাসে দোলাতো সম্পর্কের বন্ধন।

ঋতু বৈচিত্র্যের মতো ছিল সম্পর্কের বৈচিত্র্য,

তিথি পর্বের নিমন্ত্রণ ঘিরে ভালোবাসার টান!

অপূর্ব কারুকাজে সৃজিত অনবদ্য তালিকা।

সম্পর্কের চিত্র অংকন করতেই-

আঙুলগুলো লেগে হয়েছে আড়া জঙ্গলের বাঁশ,

লম্বা বাঁশে ঝাপটে গেঁথে গেছে অঝোড়া কঞ্চিতে

মাধুর্যময় শব্দের মঞ্চে কর্কশ আওয়াজে চিত্রায়িত

দরকারকে অদরকারী, মিথ্যার জালে জড়িয়ে

অযথা কথায় কথায় অস্বাভাবিক ছন্দ পতন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে