দু'টি কবিতা

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

মেহেদী ইকবাল
ইট উড়ে যায় চিমনীর ধোঁয়া গনগনে আগুনের তাপ নরম কোমল মাটি পুড়ে পুড়ে ইট! পথে পথে যায় শোনা কাঁকড়ার গান শহর বেলুন হয়ে ফুলছে কেমন ভেতরে শুধুই ফাঁপা, শূন্য অন্তঃসার! সেতুগুলো ভেঙ্গে যায় ছিঁড়ে যায় পথ পাখিরা নীরবে কাঁদে দূর কোনো গায়! বাসনা রাতে ঘুম না এলে গান শুনি ঝিঁঝিদের তারাদের হাতছানি হাতুড়ি নিয়ে নিঃশব্দ একটা বেড়াল পাকা বেলের মিষ্টি গন্ধ ট্রেনে অন্ধ এক ভিখেরি ব্রহ্মপুত্র এক্সপ্রেস নদের নামে নাম উৎসবে দুর্গতি অপরিসীম অপরিপক্ক অন্ধকার অচেনা ইঁদুরের চোখে উড়ন্ত বাসনা ভিমরুলের!