অথচ একদিন আমিও মানুষ হতে চেয়েছিলাম
ওই দূর পাহাড়ে বসে স্বচ্ছ গোধূলি দেখবো বলে-
স্বপ্ন পূরণে যাত্রা করেছিলাম কাকডাকা প্রভাতে
কণ্টকাকীর্ণ পথে হেঁটে হেঁটে ক্লান্ত হলাম অবশেষে।
কর্মযজ্ঞ পৌরহিত্যের দায়িত্বে বিবেকের পান্ডুলিপি
হিসাবের ভাগ্য খাতাটা উল্টাতে ব্যস্ত প্রহরগুলো
নৈতিকতা আর মানবিকতার নির্দিষ্ট পৃষ্ঠায় শূন্য
উপসংহারে তাই মনুষ্য রূপে অমানুষ রয়ে গেলাম।