যে অঘ্রান টেনে নিয়েছ
চোখের সীমানায়
ভাপ ওঠা হেমন্তে কুয়াশার মিনতি;
সেখানে রূপান্তরে থাকতে হবে
বাড়িয়ে দেওয়া পিঠাপুলির হাত।
যে শব্দটা ম্স্নান হয়ে যায়নি
'হামার' ভাওয়াইয়ার গানে
দোঁতরার সব সুর লহরি...
মনে পড়ে- ভুলি নাই,
পিঠা গান সঙ্গে করে;
সেখানে মানুষের দৃষ্টিকে ভাঙুক
সূর্যের মায়াবী আলো মেখে
খুলে যাক সুঠাম সিঁড়ি...
ভাপ ওঠা ভাঁপা পিঠার ঘ্রাণে
কোলাহল মুখরিত হোক
আমাদের নবান্নের উৎসব।