মুখোশের চিহ্ন এঁকে যাই
প্রতিমুহূর্ত কাগজের পাতায় পাতায়
বাস্তবেও ঠিক তাই
যতবার করে ডাইনে যেতে চাই
বামে গিয়ে পথ হারাই।
হারজিৎ- আশাহীন মানুষের গল্প
পেয়ে হারানোর যন্ত্রণা সবচেয়ে বেশি
হাসতে গিয়েও কাঁদে মানুষ
কেউ কারোটা তেমন বুঝে না
সময় অসময় স্বার্থচিন্তা- ব্যস্ত মানবজনম।
বাঁকখালীর জলে কাঁদে মুখ