হলুদ কাগজের পাতায় স্বপ্নের ঘ্রাণ আগলে রেখে
ধূসর মেঘবুকে শুয়ে আছে বিপন্ন আকাশ।
বিষণ্ন মনে যুগান্তরের ক্লান্তি জোছনার জলে ভাসিয়ে
জেগে উঠো কুসুমের ভোর
খুলে দাও রাত্রির দোর।
পায়েপায়ে পদচিহ্ন রেখে যাও
মিলনমোহনা বাঁকে
বিনম্র বিকেল হেসে উঠবে
ঠোঁটের বন্দরে অকুতোভয়
যায়যায় যায় সময়।