আমার স্বদেশ নিয়ামতপূর্ণ দোজখ,
মীরজাফরদের ষড়যন্ত্রের নেমক হারাম দেউড়ির,
ক্ষরিত গরল আখড়ায় দুধ-কলা দিয়ে পোষা
কাল সাপের বসবাস। আমার স্বদেশের চির সবুজ-
হরিৎ আঁচলে কাল সাপের বিষাক্ত ছোবলে ফেনা
ওঠা মৃতের উচ্ছ্বাস। মরা নদীর বোবা কান্নায়
মুখরিত আকাশ-বাতাসে বিলাপ। আমার-
স্বদেশ হারপূর্ণ বিদ্ধ তিমির মতো, দুর্নীতির ক্যান্সার
আক্রান্ত অসুস্থা মৃতবৎ। আশাহত বুভূক্ষ-
জনগণ বোবা নির্বাক। সত্য জেনে ও কেন ওরা
প্রতিবাদী হয় না গণতন্ত্রের জয়রথে। অথচ
ক্ষমতার ছড়ি ঘুরাই সব লোভী-লুটেরা-
পাশব প্রমত্ত দলবাজ-ধড়িবাজ।
হে আমার দুর্ভাগা আত্মার আত্মজ,
প্রিয় স্বদেশ ভূমি, আমি জানি না, আমাদের
শেষ পরিণাম সিরাজের পরাজয়, নাকি
আমাদের ভবিষ্যৎ অন্ধকার কুয়াশায় পথ-
হারাচ্ছে- হয়তো ব্যর্থতায় সমাপ্তি এখানে।