বৃষ্টির কান্না শুনে মন খারাপের দলে মিশেছিলাম
আমাকে জাগিয়ে দিল শরতের মেঘ।
হেমন্তরাগে নবান্নের গান তুলে নিয়েছিলাম কণ্ঠে
আমাকে ভালোবাসার নীল চাদরে জড়িয়ে নিয়েছিল শীত।
আমি মান, অভিমান আবেগ অনুভূতি নিয়ে জেগে উঠি
প্রতিটা ঋতুরাগে, ভালোবাসায়
ওদিকে আবার বসন্তের হাতছানি নববধূর লাজে
তাকে এক পলক দেখে কোনো গ্রীষ্মেই
লিখব নতুন প্রেমের কবিতা।