শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

পড়ন্ত বিকেল

শাকিলা নাছরিন পাপিয়া
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
পড়ন্ত বিকেল

নুয়ে আসা তনু

ঝাঁপসা দৃষ্টি

নড়বড়ে পা

পাথর জীবন।

চির নবীন একটা তুমি

জেগে থাকে অহর্নিশ

আমায় আমি হতে ডাকে

পড়ন্ত বিকেলের স্নিগ্ধ আলোয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে