চিলেকোঠার প্রেম

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০

মমতা মজুমদার
চড়ুইদের ভীষণ সাধ হয়েছে, প্রেম অপ্রেমের নেশা ধরেছে মনে! একটা প্রেম আজ হোক না হয় গোপনে। সন্ধ্যেটা ঘনিয়ে এলো খুব; \হহেমন্তের বাসমতী খড়ের ছাউনিটার মধ্যে এক জোড়া বিশ্বস্ত রূপালি চোখ সোনা ঝরা কুয়াশার ঘাসে বসেছে প্রজাপতি। ওহে বসুমতী তুমি কী দেখেছ তার রূপ! শামুকের খোলসে আজ মুক্তোর দানার প্রেম দুয়ারে কড়া নেড়ে এসে গেছে নবান্নের উৎসব। এক মুঠো রোদ গায়ে পালিয়েছে ভোরের শিশির এই বুঝি নেচে গেয়ে এসেছে ঘাসফড়িং আজ প্রেম হোক না হয়, ওই চিলেকোঠার ঘরে। বাতায়নে ঘ্রাণ আসুক কিছু শিউলি ফুলের; মেতে উঠুক উৎসবে উদ্বেলিত ভালোবাসা মেখে। আমাদের গাঁয়ের পথে সোনালি ধানের খেতে ঢেউ উঠেছে দেখি সব কৃষকের গানে, কত প্রেম আজ বহিছে বাতাসে মাঠে মাঠে। ওহে রূপসী নারী তুমিও কী খেলেছ মেতে।