আমি হারিয়ে যাচ্ছি নিশীথ নির্জনতায়
ঘনিয়ে আসছে দেয়াল পঞ্জিকার লাল তারিখটা।
নৈঃশব্দের পথ বেয়ে পিপাসিত বুকটা
ক্রমেই শুকিয়ে খাঁ খাঁ করছে।
ঘড়ির কাঁটা টিক টিক করে
এগিয়ে চলেছে মৃত আলোকে।
প্রদীপের তেলটুকু ফুরিয়ে এসেছে
ধ্বংসের বাগানে
মুক্তচেতনার পোড়া ফসলের ছাইয়ে
ঢেকে গেছে বিশ্বময়
শহরের প্রান্ত ছুঁয়ে নেমে এসেছে সন্ধ্যা
সময়ের সাথে পালস্না দিয়ে চলেছে
মনুষ্যত্বের রক্তাক্ত দেহ লাশকাটা টেবিলে।
দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে আছে বিবেক
কোনো ভাষা নেই, কোনো কৌতূহলী চাহনি নেই
স্থির, নির্বাক।
কালো কাপড়ে ঢেকে দিয়েছে মুখাবয়ব
সময়ের ঘণ্টা বেজে উঠেছে
কেঁপে উঠেছে ফাঁসির মঞ্চ।