শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

মাধুকরী

শারমিন সুলতানা রীনা
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
মাধুকরী

সীমান্তের কাছে এসে যদি ফিরে যাও

খোদার কসম আমিও ফেলানী হব

ঝুলে থাকব কাঁটাতারের বেড়ায়

একদিন তোমার করতলে হাজার ফুলের সুবাসে

হয়েছিলাম মাধুকরী

পুরোনো অতীত থেকে নেমে এসে

ঝলমলে ঝাড়বাতির আলোকচ্ছটায় তোমাকে দেখে

চেয়েছিলাম প্রার্থনার মতো করে

সেদিন ছিলে বর্তমান

সময়ের স্রোত বয়ে তাও আজ অতীত

এক মুঠো সুখ ছিটিয়ে দিয়েছ চোখে

সেই থেকে চোখ আমার

পরে আছে অতীতের বারান্দায়

তোমার সমুদ্র গর্জন মন হঠাৎ

নীরবতায় আচ্ছন্ন হলো

আর আমি আঁচল ভরে মগ্নতা তুলে নেই

পুরোনো ইতিহাস ভুলে কী নির্দ্বিধায় হেঁটে যাও

অনঢ় অটল অবিচল হিমালয় ধারণ করে

চারদিকে বইয়ে দিলে প্রবহমান প্রপাত

আমি জানি না সাঁতার তাই

পাড়ে বসে তোমার নাম জপতে থাকি

যদি ফিরে এসে হাতখানি রাখো হাতের মুঠোয়

ভালোবেসে মন কেন হয় নির্বোধ

তোমাকে চিনতে যেয়ে ভেঙে যাই

কাঁচের আয়নার মতো

নিজের সাথে নিজেই বোঝাপড়ায়

তাল গোল পাকিয়ে ফেলি

আমার আরাধ্য প্রেম সময়ের সাহসী পুরুষ

তোমার কাছেই প্রশ্ন ছুঁড়ে দিলাম বলো কে তুমি

এক কথায় দাও পরিচয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে