আঁধারকে খন্ডবিখন্ড করেই আলো এলো ফিরে,
সকল স্তরের প্রাণগুলো আজ শুধু ভিড়ে ভিড়ে
সমস্ত ভান ভণিতার আবরণ ফেলেছে ছিঁড়ে
বিষাদ ছাপিয়েই বইছে সুবাতাস ঝিরঝিরে।
উজ্জ্বল হোক জীবনের রঙগুলো যা ছিল ফিকে,
আনন্দের ভৈরবী ছড়িয়ে পড়ুক দিকে দিকে
ছলাকলা ভুলে মানুষ সু-সম্ভাষণ নিক শিখে
সকল দুর্বলতা কাটিয়ে সফলতার যাক টিকে।
তাবত প্রহসন চাটুকারিতা যাক দ্রম্নত মিটে,
সহসা ঘুচে যাক অভাব দারিদ্র্যের কালশিটে
বিনাশের পস্নাবনে ডুবে না যাক আশ্রয়ের ভিটে
দিগন্ত ব্যাপিয়ে জেগে ওঠুক সুবজ পিঠে পিঠে।
নষ্টরা মেতে ওঠবে না চিরন্তর পবিত্র ভিটে,
দীপ্ত প্রাণগুলো প্রাণপাত করেও দিবে না দিতে
সুযোগ সব আটকে গেছে পারবে না আর নিতে
ফেরেববাজরা সময় করতে পারবে না তিতে।