শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

স্বাপ্নিক

হাফিজ উদ্দীন আহমদ
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
স্বাপ্নিক

কবিরা কি বোকার স্বর্গে বাস করে?

স্বর্গ তো তাদের মনের ভিতরে

শব্দ নাড়িয়ে যায় চিরকাল

কাব্যের দেহ গড়ে পরম আদরে

জীবন হয় না তার তবু কবিতা

বেছে ও কুড়িয়ে সাজায় সব অক্ষর

আকাশ ছুঁতে গিয়ে তার

তলপেট দেখে ফিরে আসে

সেখানে নক্ষত্রের থাকে বাড়িঘর

সমুদ্র নদী হ্রদ ঘেটে সব জল

জমায় কেবলি দু'চোখের কোণে

অকৃপণ ঢেলে দেয় কলমের ঠোঁটে

ছত্রের গলিতে করে তারাদের সাথে মিতালি

কথার শৈলীতে আলো জ্বলে উঠে

\হ

নেশাগ্রস্ত হয়ে তাই পাতালের পথ খোঁজে

সেখানে যক্ষ্ণার বীজের মাঝে শোয়া মানবতা

হাত ধরে টেনে তাকে তুলতে গিয়ে

গিরিখাত থেকে যে দেখে সূর্যোদয়

কে বলে কবিরা বোকা?

স্বপ্নের সিঁড়ি চড়ে হয় অক্ষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে