শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

লাল নীল অথবা ভোটের ট্রাম্পকার্ড

শিউল মনজুর
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
লাল নীল অথবা ভোটের ট্রাম্পকার্ড

ট্রাম্পের হাতে ক্যাসিনোর ট্রাম্পকার্ড ছিল,

মাথায় ছিল লালরঙের রক্তাক্ত ক্যাপ।

তবু সে জিতে গেলে কেউ কেউ হাসে,

কেউ কেউ কাঁদে।

খরা মৌসুম শেষে বর্ষার ঝিলে বিলে ব্যাঙেরা

যেমন ছুটোছুটি লাফালাফি করে

তেমনি দেখি কিছু মানব সম্পদেরাও ছটফট করছে,

লালক্যাপের জুয়ারে।

তবে কি লালের মধ্যে ঝড়-তুফানের কিছু লুকিয়ে আছে,

হয়তো বা, যা আমরা জানি না।

আবার বসন্ত শেষে, অনেকেই পাতাঝরার মতো

মর্মরিত প্রকৃতির ক্যানভাসে সাহস সঞ্চয় করে

ফিরে আসার গল্পও বলছে।

তবে কি নীলের মধ্যে বেদনার কোনো ছায়া বা রঙ লুকিয়ে আছে,

হয়তো বা, যা আমরা জানি না।

আসলে লাল রঙ হতে পারে ঝড়-তুফানের কিংবা বিপদের,

আবার নীল রঙ হতে পারে বেদনার কিংবা পরাজয় শোকের।

তবে লাল সবুজের মৃত্তিকায় লাল বা নীল যত্রতত্র ব্যবহৃত হতে দেখা যায়।

জনমনে তেমন কোনো বিশেষ অর্থ বহন করে না বলেই মনে হয়;

ফুলেতে, বিয়েতে, শাড়িতে, ক্যানভাসে,

প্রচ্ছদে লাল বা নীলের ব্যবহার কম বেশি

সবার মনেতে আনন্দ সুখের গল্পই রচনা করে যায়।

আবার জন্মদিনেও দেখি লাল নীল আনন্দের সৌরভ ছড়ায়।

আসলে লাল বা নীল এখানে কোনো প্রতিপাদ্য নয়,

মানুষই এখানে সত্যি,

মানুষই বারবার মিথ্যের বিপক্ষে দাঁড়াবার সাহস দেখায়!

লাল টাই বা সু্যট কোটে ট্রাম্প শুধুই একজন ট্রাম্প,

রক্তাক্ত যুদ্ধের বিপক্ষে ট্রাম্প ভোটের ট্রাম্পকার্ড হয়ে উঠেছে।

অবশ্য গণতন্ত্রের মঞ্চে এমন গ্রাফরেখা বেশিদিন টিকে থাকে না!

তবে আপাতত অস্ত্র গোলাবারুদের মৌসুম পেরিয়ে

নতুন মৌসুমে গ্রহ নক্ষত্রের আকাশ ছুঁয়ে শান্তির পতাকা উড়ুক

\হতীব্র আকাঙ্ক্ষায়, এই বিষণ্ন বাতাসে...

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে