বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

দুটি কবিতা

আবু হেনা মোস্তফা কামাল
  ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
দুটি কবিতা

আমার যত কষ্ট আছে

আমার যত কষ্ট আছে, ছাতিম গাছে ফুল হয়ে তার

গন্ধ ছড়ায় মিষ্টি কড়ায়, মিশেল আলো আবছা আঁধার

সময়গুলো ভেজা ধুলো, তার উপরে ছড়িয়ে পড়ে;

ভাতের মত শত শত, ছাতিম ফুল আর কষ্ট ঝরে।

কাছের স্বজন ভাঙলে ভজন, অবহেলায় পা মাড়িয়ে

ভস্ম করে ইচ্ছে করে, যখন তখন যায় দাঁড়িয়ে

গন্ধ শুঁকে আমার দুঃখে; দুঃখগুলো কষ্টে বাঁচে

ফুল হয়ে তার, আলো-আঁধার ছাতিম গাছে।।

নতুন মুখ

এসেছে নতুন মুখ গৃহের আঁতুড়ঘরে,

এদিকে ওদিকে গুটি গুটি পা আস্ফালনে নড়ে।

করিয়া আঁখি মনোরম রাখি,

হলুদে হলুদে ছেয়ে গেছে বাকি-

ঘরগুলো, সে রাঙিয়ে দিল যে হোলির হলুদে ভরে।

তিয়াশে পিয়াসে মন ভেসে ভেসে

মেঘের ওপারে, যাই ভালোবেসে

তাহার ঠোঁট ও পাখা, গুটি গুটি পা- চরণ ধরে।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে