বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

রুপালি চাঁদ

প্রতাপ কুমার সরকার
  ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
রুপালি চাঁদ

চাঁদের আলোর কি কোনো পরশ নেই?

নেই কোনো বৃষ্টিতে ভেজার মতো অনুভূতি,

নেই কোনো শিহরণ,

শীত গ্রীষ্মের অনুভব,

কিম্বা

ভালো লাগা বা মন্দ।

হে চাঁদ,

হে রূপবতি রুপালি চাঁদ!

আমি চাতকিনীর মত চেয়ে থাকি

তবুও,

ওই মেঘলাকাশে,

মেঘ আসে মেঘ ভাসে,

তুমি ভাসো সারা অন্তরজুড়ে।

কি যেন আছে তোমার মাঝে?

মরাকটাল কিম্বা ভরা কটালে,

আমি পস্নাবিত হয়ে যাই,

আমি ক্ষয়ে যাই পাথরে চুম্বনের মতো,

আমি হারিয়ে যাই

পথ হারানো কোনো পথিকের মতো,

আমি ডাঙায় ওঠা কোনো মাছের মতো,

অক্সিজেন অভাবে হাপিত্যেশ করি!

দমটা ফুরিয়ে আসে এক সময়,

স্বচ্ছ চোখটা ঘোলাটে হয়ে যায়,

অন্ধকার!

অনন্ত অন্ধকারে আমি নিমজ্জিত,

গোধূলি বেলায়,

চাঁদের হাতছানিতে,

হারিয়ে গিয়েও সুখ খুঁজে মরি,

দুখের ও সাগর ভেলায়।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে