মনের ভেতর কু ডেকে যায়
এই ছোপ ছোপ রক্তের দাগ
কী দিয়ে মছবো বলো!
এক গস্নাস অন্ধকারে ঢেকে যাচ্ছে সমস্ত আকাশ
আমরা একে অপরের দিকে তাকাচ্ছি বারবার
মুখে কোনো ভাষা নেই
অস্তিত্বকে ঠুকে ঠুকে খাচ্ছে আতঙ্ক
ভেসে যাচ্ছে জীবনের সাম্পান
সুস্থ চেতনা, হা ঈশ্বর কত কলঙ্কময়!
জীবনগুলো ধুঁকছে মৃতু্যর বিভীষিকায়
মৃতু্য, তুমি কি আমায় অমর করতে পারো!