সারাটা অরণ্যজুড়ে ফুটেছিল ফুল,
দু'চোখ ভরে আমি
\হদেখেছিলাম,
সুবাসে বুক ভরেছিলাম
আমরা দু'জন।
তার সাক্ষী এখন আর আমি
তোমাকে মানি না।
পাছে যদি তুমি বল-
আমি তো কিছুই জানি না।
তাহলে আমার
\হসর্বনাশ হয়ে যাবে!
\হ
ফুলগুলো শুকিয়ে যাচ্ছে
\হধীরে ধীরে।
ওগুলোকে নতুন পরিচর্যায়
সজীবতা দিতে
তোমাকে আমি আর
সঙ্গে নিতে সাহসী হলাম না।
পাছে তুমি বল-
ফুলের গন্ধ এখন আর
আমার ভালো লাগে না।
তাহলে আমার
\হসব শেষ হয়ে যাবে!