বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

রুটির খোঁজ

সাজ্জাদুর রহমান
  ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
রুটির খোঁজ

মগজে কিলবিল করে রুটির খোঁজ। শহর ধরি

উদ্ভট উলস্নুকের বাগানে চাষ করি সেলুলয়েড মাটি

কর্দমের রোয়ায় রোয়ায় বপন করি ক্লান্তির বীজ

শতাব্দীকাল ধরে বিমূর্ত আঁকিবুঁকি করি ফ্রাঁর জগৎ

বেহুদা বিপস্নবী ঘ্রাণ সেঁটে দেই পৃথিবীর বিলবোর্ডে

বিজ্ঞাপন হতে থাকে নীরবরেখার আর্কাইভে।

করুণ জলের রেখায় হেঁটে যায় হেঁয়ালি বিকেল

বাঁকে ফেরার রহস্য থেকে যায় অস্পৃশ্য ছায়ার ভেতর

আসমানে ঘনীভূত কান্নার রাত

নীপাট ভাঁজ খুলে কড়া নাড়ে বৈশ্বিক দরজায়।

অতি ধীরে শহর চলে যায় রক্ত-তন্দ্রার গুহায়

অতি আহ্লাদে ক্ষুধা রাজ করে তৃষ্ণার ফলিতবিদ্যায়

মহা ঝঞ্ঝাট শাণিত পেরিয়ে জগদ্দল রজনী পোহায়

সাপে-নেউলে কাড়াকাড়ি হয় ভাতের পরগনা

অনেকে মরে যায় আনন্দভোজে

কেউ কেউ বেঁচে থাকে নিরন্ন পাড় আঁকড়ে ধরে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে