বিষণ্ন্নতায় বাস

প্রকাশ | ২২ নভেম্বর ২০২৪, ০০:০০

নাহার ফরিদ খান
আকাশ আমায় ডেকে বলে কিসের এত ভয়! আঁধার তাড়াও আলোতেই ভয়কে কর জয়। স্বপ্নগুলো ভাঙল যখন মনটা বড় কাঁদে সাজানো ঘর পুড়ে যখন শরীর অবসাদে। টুকরো টুকরো আশা জুড়ে বেঁধেছি মায়া ঘর মনের মতো রয়নি সব তাই তো এত ডর। মনটা কাঁদে, মনটা পোড়ে বিষণ্নতায় বাস স্বপ্নগুলো রোদ ঝলমল রয় না বারোমাস।