বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

পথনাটক

জাফর ওবায়েদ
  ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
পথনাটক

বারবার উচ্চারিত ও উদ্দেশ্যপ্রণোদিত শব্দগুলো

একদিন জিয়ল মাছের মতো ঘাইয়ের পর ঘাই মেরে ঘোলা করে জল,

তোলপাড় তোলে স্নায়ুর সমুদ্রে, ভাঙে পার ও চিন্তার বুনিয়াদ।

তোমার কথাটি শুধু মুখের ভেবেই যারা পান করেছিল ভ্রান্তির তরল

সে ভুলের খেসারত, কতটা ব্যয়বহুল, হাড়ে হাড়ে পাচ্ছে তারা টের।

মুখোশের আবডালে, তুমি, নিঁপুণ কৌশলে ঢেকেছিলে মুখ, মতান্তর ও মৌরশ

কর্মদেহে লেপ্টেছিলে রঙের দফারফা, ধার করা স্যাকুলার সাজ

তোমাদের পরিকল্পিত পথনাটকে তাই আমাদের এ বিপুল সর্বনাশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে