জেগে উঠুক কবিতা
প্রকাশ | ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
রওশন রুবী
শূন্য কাপের ভেতর জেগে উঠুক কবিতা
জেগে উঠুক আতপগন্ধা কলিজায়,
এই তলস্নাটে এখন তারা কবিকে রক্তাক্ত করছে
এই তলস্নাটে এখন শব্দ ধর্ষিত হচ্ছে, এ তলস্নাটে-
ব্যভিচারে থুবড়ে পড়ছে নন্দনতত্ত্ব সাধনার ক্যানভাস
ঠোঁট জুড়ে শীত, পকেট জুড়ে নিমজ্জিত বৃত্ত
চরাচরে বিধ্বস্ত সময়ের অখন্ড ছায়া, ছায়াময় দৈন্যতা,
যারা উৎসবে ফুল ও প্রশংসায় ভাসছে
তারা আনন্দের জন্য পকেট হাতড়ে তুলে নিয়েছে অন্য উপার্জন,
তারপর সাধু, তারপর মানবতার মঞ্চ কাঁপিয়ে
অস্বীকার করেছে নির্দ্বিধায় সততা সৌন্দর্য
বারংবার বুঝিয়েছে তুমি এতলস্নাটের নিকৃষ্টজন।
কবি বুঝেন যেটুকু বলেনি এখনো তারা, যেটুকু বলেছে
জানেন, এই সব তুচ্ছ, মেকি ফুলগন্ধা;
কবিতাই কবিকে দেবে স্বর্গের সম্মোহন...
আজ তিনি আগুয়ান, আজ তিনি মন্ত্রমুগ্ধ শ্রোতা
তার হাতে পড়ন্ত বিকেল, শূন্য কাপ
কাপের ভেতর জেগে উঠে তরতাজা কবিতা...