ধুলোর পৃথিবী

প্রকাশ | ২২ নভেম্বর ২০২৪, ০০:০০

রেখা আক্তার রিভা
না পাওয়া সবকিছুই সুন্দর যেমন-আকাশ। আর হয়তো আকাশের কাছে আমি। স্মৃতির পরে রয়ে যাওয়া অল্প কিছু সময় শেষ হওয়ার অপেক্ষা। তারপরে মিশে যাব, একাকার হব অস্তিত্বহীন ঘাসফুলের শহরে। ঘাসের বুকে মিলবে আমার শরীরের গন্ধ। একদিন চলে যাব, ফের আসা হবে না মিশে যাব, একাকার হব অস্তিত্বহীন ঘাসফুলের শহরে। এপিটাফে রবে পড়ে পাথরে আঁকা নাম কেউ কেউ হয়তো শুধাবে-'কার এপিটাফ' -'এক পথিক কবি স্মৃতির এপিটাফ' একদিন চলে যাব, ফের আসা হবে না এই ধুলোর পৃথিবীতে। 'একদিন চলে যাব'