কল্পনা রঙিন সুতোয় গাঁথা একটি ইচ্ছা
মনের বিস্তৃত আকাশজুড়ে ঘুড়ি উড়ানো
কাছের নিরাপদ কোনো আশ্রয়স্থল
অতিতকে জিজ্ঞেস করে খুঁজে পাওয়া,
সবুজের সম আদলে গড়া বাসস্থান
কখনো প্রজাপতির পিছু পিছু ছুটে চলা
\হকৈশরের স্মৃতিকথাগুলো আচম্বিত হাসে
কখনো বা মনের রাজ্যে উঁকিঝুঁকি দেওয়া।