ভালোবাসা

প্রকাশ | ২২ নভেম্বর ২০২৪, ০০:০০

ফরিদা ফারহানা
তোমার প্রতি একরাশ মুগ্ধতা বেড়েই চলছে প্রতিদিন আমি কেবল হারিয়ে যাই নীরব ভাবনায় অজান্তে, মনের অবগাহনে তোমার প্রতি উচ্ছ্বাস আর ভালোবাসা বয়ে চলে নদীর মতো এক ধারায়..... তুমি আমার প্রতিদিনের ভালোলাগা তাইতো প্রেমে পড়ার বিশেষ কোনো কারণ খুঁজে পাই না আর তুমি যে আছো আমার হৃদয়ের সবটুকু জুড়ে!!