আলু, পটোল, ঝিঙা, কচুর দাম বাড়ালে
কাফনের কাপড়ও বাড়াও পারলে
ওইটুকু নিয়েই তো রঙ্গমঞ্চ ছাড়বে
ওখানে গিয়ে হিসেব দিতে পারবে?
মানব ভুখা রেখে টাকার পাহাড় গড়লে
ওই পাহাড়ের একটুকরা নিতে পারলে?
টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই আরও চাই
বিবেকের তাড়নায় মানবতার স্থান নাই।
সময় থাকতে বিবেক জাগিয়ে তোলো
দুনিয়ার রঙ্গমঞ্চের লোভ-লালসা ভুলো।