অভিশাপ দিয়েই সুখ পাই

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০

আবু হেনা মোস্তফা কামাল
কতটা নির্লজ্জতা জমে জমে মানুষ এমন নিখুঁত অভিনয়ে ডুবে যেতে পারে, তোমার সঙ্গে পরিচয় না হলে বুঝতামই না, সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সূর্যাস্তের শেষ রশ্মির কৃতঘ্ন হাসি। কতটা আত্মকেন্দ্রিক হলে মানুষ এমন বিশাল অবিশ্বাসের বাঁধ বানাতে পারে, তোমার প্রতি নিখুঁত বিশ্বাস না থাকলে বুঝতাম-ই না, যেমন পাহাড়ের ছায়ায় থাকে হারিয়ে যাওয়া ঝরনার শীতল জলধারা। কতটা স্বার্থপরতা মনের কোণে বাসা বাঁধলে মানুষ এমন অনুগ্রহেও বিষ ঢেলে দেয়, তোমার সরলতার অনুরণনে বুঝে গেলাম ঋতুচক্রের ছদ্মবেশী আঘাতে। এখন শুধু অভিশাপ দিয়েই সুখ পাই, তোমাদের সব অভিনয় একদিন হোক পূর্ণতার বৃক্ষ, প্রখর সূর্যের প্রভাব ছড়িয়ে পড়ুক কুটিল চিন্তার ধারায়, লাল ঝুঁটিঅলা মোরগের অহংকারে পৃথিবীর দিকে দিকে ছড়াক প্রতাপ।