একজোড়া ঠোঁট, ধুঁকপুক বুকে ঝড় তোলা হৃদয়;
লন্ডভন্ড করে দিতে পারে জাগতিক সব কর্মযজ্ঞ
নিমিষেই জ্ঞানশূন্য হতে পারে নামি-দামি বিজ্ঞানী
আমিও স্বেচ্ছায় নির্বাসিত হই উষ্ণ অদ্ভুত ঠোঁটে।
রামধনু রঙে সহজ শর্তে মাঝেমধ্যে নিলামে ওঠে;
বিচ্ছিন্ন সময়টা অন্ধকারে বিক্রি হয় জলের দামে
আর সভ্যতার সমাজপতি স্বেচ্ছায় হাঁটুজল নামে
সুযোগসন্ধানী তৃপ্ত হয় ঝরে পড়া বিষাক্ত লালায়।