অনাবৃত আত্মা

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০

নিশাত ফাতেমা
তুমি কি আমার- আর্তনাদ শুনতে পাও না? আমি; জলসা ঘরে বন্দি আছি, আমাকে যখন মন চায় ছুঁয়ে সব নির্যাস চুষে নেয় ছটফট করি তোমার কাছে ফিরতে ছুটতে পারি না মনের মানুষের সুখের জন্য আমায়- বলি দিলে -কেমনে থাকো আমি বিহনে আমায় ফিরিয়ে নাও দেখো; তুমি বিনা আমিও মরুভূমি ক্ষমা কর ভয় কর না ফিরবে ঘরে তখন আমার মন- মসজিদ হবে আর হঁ্যা- তোমাকে বলছি তাকে মুক্তি দাও আমাকে জীবন্ত পাবে তুমি শুধু প্রেম না ভালোবাসা হয়ে যাও