ব্রহ্মপুত্র

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০

শাহরিয়ার আর সাব্বির
আমি ব্রহ্মপুত্রের উথাল স্রোতে মিশে যাব, হারিয়ে যাব তার রৌদ্র উজ্জ্বল বালুকণার মাঝে। আজ পথ চলতে চলতে দেখলাম তোমাকে, তুমি কতই না মায়াবি সুন্দর। তোমার উথাল-পাতাল ঢেউ, নীরব, স্রোত জানিয়ে দেয় জীবনের অন্তহীন মাত্রা, তুমি মহাপ্রস্থান আর ভাঙা-গড়ার অন্তহীন বেদনা। তুমি দেখাও জীবনের বড় দর্শন বন্যা, তুমি দেখাও নদীর নীরব দুকূল আর অশান্ত ঢেউ তুমি দেখাও মাঝে মাঝে এক অবিরাম স্রোত, তুমি দেখাও আমার এক কাব্যিক আবহ। আমার চোখের সামনে তোমার অবস্থান, তবুও তোমার কথা ভাবি মায়ার ডরে, কিন্তু ভুলতে পারি না তোমার ছন্নময় বন্যার জল। কতই না জেলে মাঝি থাকে সকাল-সন্ধ্যা তোমার রাজত্বে তবুও তুমার কথা ভাবি, সূর্য-সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে তুমি হয়ে যাও একা, বারি রূপ করো তুমি এ সন্ধ্যা রাতে।