মন

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০

দিলীপ কির্ত্তুনিয়া
পাথর ভেঙে মন পাইনি। সাগর সেচে পাইনি মন। একদিন এই শরীর রাজহাঁস হতে চেয়েছিল সোনার ডিম পাড়া রাজহাঁস- তাকে খুন করে সোনার ডিম পাইনি। যারা এই শরীরটাকে প্রতিদিন পোস্টমর্টেম করে তাদের কাছে কোনো দিন প্রশ্ন জাগেনি কোথায় মনের বাস! খুঁজে খুঁজে তন্ন তন্ন করেছি আকাশ বাতাস। গৃহকোণ উল্টো পাল্টা। মন কি সরেষ দানা! মন হয়ত একটা ধূলি কণা! হয়ত কিছু না!