বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

নবান্ন

কনক কুমার প্রামাণিক
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
নবান্ন

উৎসবের আবহ আজ ছড়িয়ে পড়েছে

বাংলার গ্রামগঞ্জে

হেমন্তর নির্মল প্রকৃতি প্রতি অন্তরজুড়ে

মাঠ ভরা আমনের মৌ মৌ সুগন্ধি চারপাশজুড়ে।

ভরা মরসুমে ব্যস্ততায় কাটছে চাষির সময়

সময় এখন সোনা ধানে গোলা ভরানোর

সবুজে রঞ্জিত রবিশস্যের ভরা ক্ষেত

ঈষৎ শীতের আনাগোনা বাংলাজুড়ে।

নতুন চালের অন্নে পরম তৃপ্তি কৃষকের অন্তরজুড়ে

অতিথির আনাগোনা গেরস্থের বাড়ি বাড়ি

পিঠাপুলির মিষ্টি মধুর গন্ধ ধেঁয়ে আসে নাসিকায়

অর্থের প্রার্চুযতায় পুলকিত চাষির হৃদয়।

খুশিতে আন্দোলিত অগ্রহায়নে ধনী-নিঃস্বের নির্মল চিত্ত

নবান্নের চিরায়ত প্রথা যুগযুগ ধরে চলে বাংলার সভ্যতায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে