বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

এই আকালের দিনে

আহসানুল হক
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
এই আকালের দিনে

এতটা দীর্ঘ পথ কীভাবে চলবো

তোমার বিশুদ্ধ প্রেম ও শুশ্রূষা ছাড়া?

কর্পদকশূন্য ও নিঃস্বতায় মানুষ তবু বাঁচে

বাঁচে কি মানুষ সঙ্গীবিহীন,স্বজনহারা?

চাই না আমার বিত্ত-বৈভব,বনেদী জীবন....

চাই শুধু একমুঠো ভাত, দু'বেলা রুটি

তোমার কবোষ্ণ বুক,মানবিক খুঁটি

এই আকালের দিনে এতটুকু আমার

বেশি প্রয়োজন, খুব বেশি প্রয়োজন !

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে