সংসারী ঢেউ
প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
ফাহমিদা ইয়াসমিন
আমাদের রাতগুলো দিনগুলো রেখে যায় স্মৃতি
সাধন-ভজনে তার দেখা মেলে মধুময় প্রীতি।
কৃষকের হালশোভা, নৌকার পাল আর রাখাল বাঁশি
প্রাণে প্রাণে ঢেলে দেয় সবিনয় ভালোবাসা-বাসি।
আমাদের গায়ে আছে নীল শোভা আকাশের ছায়া
তুলো তুলো মেঘ দেখে পরিদের বাড়ে কত মায়া।
বালিকা পরির মেয়ে ছুঁইয়ে যায় গাঁয়ের বালক
আমাদের বালকরা হয়ে ওঠে প্রেমের চালক।
বালকরা থাকে না বালক আর বালকের মতো
সং-সা-রী ঢে-উ তু-লে ছো-টে অ-বি-র-ত।