আমি তো চলেছি হিজরতের পথে
অশ্রম্নজলে ভেসে
নোনাজলে হায় কলম ডুবে গেল
জবান পড়ে খসে-খসে ...
এক মুদ্দত আগুন পোষা সময়
এক মুদ্দত দ্রোহে উদ্ধৃত দিকবলয়
এক মুদ্দত বিবেকের বোঝা কাঁধে
এখন এমনই সময়
কেন আমি আঁধারেই গেলাম মিশে!
যে চাদরে ওম দিতো যৌবন
যে চাদরে ছিল প্রিয়ার খুশবু গুঞ্জরণ
এই চাদর আজ কাফন মনে হলো
দুরন্ত সময়
ক্ষয়ে ক্ষয়ে কেন নিঃশেষ হয় অবশেষে।
না বলা কথা মগজে হানে শূল
না লেখা শব্দ যেন ঘিরে ধরে ভীমরুল
তাকানো কী শুধু না দেখার অভিনয়
হে রুদ্র মন্ত্র আমার
তুমি কেন আজ গোঙাও নীরব মৃতু্যবিষে!
আর যে পারি না মর্মযন্ত্রণা সহিতে, এবার
জবানের সাথে নিঃশ্বাসও বুঝি পড়ে খসে।