রাতের নীল জোনাকি

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০

লুৎফা শাহিন
রূপবর্জিত কবিতার ভাষায় তীব্রতাপ। রংহীন জীবনের মৃত অক্ষরগুলো নড়েচড়ে বসে। বুঝতে এতটুকু কষ্টবোধ হয় না মানুষের মন একটা বৃক্ষ মানে না জীবনে বাস্তবতা। সেখানে মনের নিদ্রিত আত্মীয় হেঁটে যায় জাফরানিমেঘের ছায়ায়। বেঁচে থাকার যে কত দায়বদ্ধতা তা হয়ত জন্মান্তরে খুঁজে পাওয়া যাবে না। মানুষের কতকিছু ঘাসফড়িংয়ে ছুঁয়ে যায় শুধু চিত্তের ক্ষণিক খোরাকের তাগিদ। নশ্বর পৃথিবীতে মানুষ তবু একা, কোনো আবদ্ধ পুতুলি ঢুকিয়ে রাখার বস্তু নয়। মনের স্বাধীনতায় মন এক আকাশ তারা, পাহাড়ের বুনোলতা, সমুদ্রের অসংখ্য ঢেউয়ের নৃত্য আর মানুষের বুকে বসিয়ে রাখা ধারালো চাকুর খোঁচানো রক্তপাত। মন মানে না পুষে রাখা কুকুর, বিড়ালের নগ্ন শাসন, কিংবা নিয়মকানুনের নীতিমালার সংবিধান। মন এক নীল জোনাকি- মানুষের নীরব সত্তার এক থলে ভরা বেঁচে থাকার ঔষধ।