বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

পাখি ও মানুষ

শেখর ভট্টাচার্য
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
পাখি ও মানুষ

বদলে যাওয়া পৃথিবীর সাথে পাখিরা পারে না ছন্দ মেলাতে,

জরাগ্রস্ত পাখি ছেড়ে যেতে চায় লোকালয়।

উড়ে উড়ে ক্লান্ত পাখির দল,

বৃক্ষ শোভিত অম্স্নজান পরিপূর্ণ, মধুর অরণ্যের স্বপ্ন দেখে

কেটে যায় প্রভাত, তন্দ্রালু মধ্যাহ্ন, দিবাবসনে আসে সাঁঝ বেলা।

বিষের ফোয়ারার চারপাশে উজ্জ্বল আলোর রোশনাই, পাখিদের

চোখের ভেতর ছড়ায় বিষণ্নতার লালাভ রং।

\হ

পাখিদের হিংসে নেই, পেশি নেই, মারণাস্ত্রের ব্যবসা নেই,

পাখিদের খাটের নিচে কাড়ি কাড়ি টাকার ঢিবি নেই।

পাখিরা নিজের বাসা খড় কুটো দিয়ে গড়ে

মুগ্ধতায় আচ্ছ্বন্ন হয়।

\হ

পাখিরা মানুষ হতে চায় না, অগ্নি রথ চড়ে শিশুদের দগ্ধ

করা পাখিদের প্রকৃতিতে নেই।

পাখিরা লোকালয় ছেড়ে চলে যাবে চিরতরে

লোকালয়ে বীভৎস মানুষের চোখ,

চক চক করে লোভের পাহাড় গড়ার স্বপ্নে।

প্রকৃতি ও পাখি পৃথক হয়ে যাবে, পড়ে রবে আগুনের নিচে কিছু ছাই,

হাড় গোঁড়, পোড়া মাটি আর সাজানো একটি মোহের বাগান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে