ও কাঙাল!
কাঙালপনায় এত কেন আঁকচাআঁকচি করো?
কেউ বিপদে পড়লেই দ্বিপদে এসে
\হপদে পদে কী না ছিটিয়ে দাও!
এত ছোট চাওয়া-পাওয়ার ভিত্তিতে
গৃহশত্রম্ন থেকে জাত শত্রম্ন হয়ে ওঠো!
কোন ঔষধ খেয়ে ঔরস ভুলে যাচ্ছ!
কোন কোন মানুষের বেয়াহাপনা দেখে
শরতের কাশবন কিংকর্তব্যবিমূঢ় হয়ে,
\হহারিয়ে ফেলছে শুভ্র-সৌন্দর্য!
গুইসাপ কীসের দুর্গন্ধ পেয়ে
\হলোকালয়ে আর প্রবেশ করতে চায় না!
রেষারেষির লেলিহানে নিজেকে লেলিয়ে দিয়েও
মানুষ অঙ্গার হয়!
তবুও নিজেকে ছাড় দেয় না,
যন্ত্রণা ভোগ করবে তবুও কুমন্ত্রণা ছাড়বে না!
বন্যার সময়ে ঘরের মানুষ ডুবে মরছে
\হতখন তাকে না বাঁচিয়ে,
আবেগপস্নাবিত হয়ে-
ক্রেন দিয়ে ট্রেনযাত্রীকে নামিয়ে ছাড়ছে!
নিজের আশনাই ভুলে যাবে, তবুও-
কুঁজরামি করতে করতে কুঁজো হয়ে যায়!