সময়ের পরিক্রমায় তুমি যখন বন্ধ জানালার খিলি,
আমি তখনো না বলা কথাগুলোই
কণ্ঠস্বরের আড়ালে চোখের অন্তরালে বলি।
আমি অদেখা খোলা বই কিছু পথ হাঁটার পর
পেছন ফিরে তাকাতেই দেখি এই আমি সেই আমি নই-
তুমি যখন প্রজ্বলিত করছ আগুনের শিখা,
হাজারো ক্ষতে আঘাতে আঘাতে করছ রক্তক্ষরণ,
আমি তখনো মৃতু্যকে হাসিমুখে ফুলের অবলোকে
তোমার স্মরণে মাটির সূত্রকে করছি বরণ।
ঢাকার স্মরণে পদযাত্রা আমার তবুও বলি
এ তুমি কেমন তুমি কেমন তোমার ধরন!!
তুমি নিশ্চুপ ছিলে তখনো;
যখন ঠাকুরগাঁওয়ে ছিল আমার পদচারণ।
তুমি হৃদয় হরণের খেলায় আত্মার মৃতু্যকে করেছ বরণ।