বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

কাঁঠাল

মান্নান নূর
  ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
কাঁঠাল

নান্দনিক দৃশ্যের অভাব নেই আমাদের

অভাব কবিতার, অভাব কবিতা বোধের, অভাব কবির।

সড়কের দু'ধারে নানা সাইজের কাঁঠাল সারি সারি

জয়নুলের ফটো গ্যালারি হয়ে ঝুলে আছে কাঁঠাল গাছে

রাত্রির মিটিং-এ দিনের সুরুজ ব্যাখ্যা করে

কাঁঠালের ঘ্রাণ-মধুমাস।

বাঙালি ঘামে ভিজে জবজব

কাঁঠাল রস, দুধে আমে ভরা আছে কৃষকের হাত

পিঁপড়া থালা চাটে বিষণ্ন মনে

করুণ পাখিরা মূল্যায়িত হয় কি এ নিঃসর্গে বাসে?

থরে থরে কাঁঠাল ঝুলে আছে নানা সাইজের কাঁঠাল,

বাহারি রঙে, বাহারি ভঙ্গিমায়-স্বদেশের চোখে থুতনিতে হাত রেখে,

আহ! মধুমাস! কাঁঠাল! টইটম্বুর রসে ভরা সুচালো কাঁটার কাঁঠাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে